কাঁকসাবংশের বরিরণ।
এই বংশের কুলদেবতা শ্রী শ্রী ৺ কঙ্কেশ্বর মহাদেব ও শ্রী শ্রী ৺ মনসা দেবী।
গোত্র – কাশ্যপ।
জেলা বর্ধমান থানা কাঁকসার অন্তর্গত কাঁকসা গ্রামে ৺শ্রী শ্রী কঙ্কেশ্বর মহাদেব আছেন।
সম্পূর্ণ বংশলতিকাটি দেখতে অনুভূমিক এবং উল্লম্বভাবে 'স্ক্রোল' করুন।
বংশলতিকায় কোনো ব্যক্তির নামের ওপর 'ক্লিক' করলে তাঁর পূর্বজদের নাম আলাদা করে চিহ্নিত হবে।
বংশলতিকায় কোনো ব্যক্তির নামের ওপর 'ক্লিক' করলে তাঁর পূর্বজদের নাম আলাদা করে চিহ্নিত হবে।
- প্রথম পুরুষ
রাজা কঙ্কসেন রায়
(কঙ্কেশ্বর সেন)- রাজা কণকসেন রায়
- রাজা প্রতাপাদিত্য রায় (ক)
- ১*
ভবানীপতি রায়- ১
সুরেন্দ্রনাথ রায়
- ১
- ২*
পৃথ্বীধর রায়- ১
নজুরাম রায়- ১
রাজারাম রায়
- ১
- ২
মহেশচন্দ্র রায় (খাঁ)- ১
অভিরাম রায় (খাঁ) - ২
মনিরাম রায় (খাঁ)
- ১
- ৩
ভরতরাম রায় - ৪
কালীদাস রায়- ১
সুদাম - ২
জীবন - ৩
জয়কৃষ্ণ
- ১
- ৫
বলরাম রায় - ৬
শত্রুঘ্ন রায়- ১
উদয়রাম
- ১
- ৭
পরমানন্দ রায়- ১
কালীচরণ রায়
- ১
- ১
- ৩*
শত্রুভাল কুমার - ৪*
প্রীতিরাম রায় চৌধুরী
[ইনি হুগলি জেলার ধনেখালি থানার অধীন গুড়বাড়ি গ্রামে বাস করিয়াছিলেন]- ১
দর্পনারায়ণ রায় চৌধুরী - ২
রামনারায়ণ রায় চৌধুরী
[ইনি ফোর্ট উইলিয়াম দুর্গের দেওয়ান ছিলেন]- ১
রাধাকান্ত- ১
গোবিন্দমোহন- ১
বেণিমাধব
- ১
- ২
আনন্দমোহন- ১
চন্দ্রকুমার - ২
নগেন্দ্রকুমার- ১
দেবেন্দ্র
- ১
- ৩
মৃগেন্দ্রকুমার
- ১
- ৩
প্যারিমোহন- ১
মোক্ষদাচরণ - ২
হরিদাস - ৩
ব্রজমোহন
- ১
- ৪
মনোমোহন- ১
উপেন্দ্র নাথ কুমার- ১
প্রফুল্ল চন্দ্র কুমার- ১
নির্মল চন্দ্র কুমার- ১
অশোক কুমার - ২
মীরা কুমার - ৩
অলোক কুমার - ৪
অজয় কুমার
- ১
- ১
- ২
সুফুল্ল চন্দ্র কুমার - ৩
শৈলেন চন্দ্র কুমার
- ১
- ১
- ১
- ২
কৃষ্ণকান্ত- ১
রসিকলাল- ১
বৈষ্ণবচরণ - ২
সাধুচরণ - ৩
রাধিকাপ্রসাদ
- ১
- ১
- ৩
কমলাকান্ত- ১
বঙ্কুবিহারী- ১
নবগোপাল - ২
হারাধন - ৩
পশুপতি
- ১
- ২
বিপিনবিহারী - ৩
বিনোদবিহারী- ১
মুকুন্দবল্লভ - ২
ভূতনাথ
- ১
- ৪
কুঞ্জবিহারী
- ১
- ১
- ৩
ইন্দ্রনারায়ণ রায় চৌধুরী - ৪
কংশনারায়ণ রায় চৌধুরী
- ১
- ৫**
- ৬**
- ৭**
- ১*
- রাজা প্রতাপাদিত্য রায় (ক)
- রাজা কণকসেন রায়
* এই পর্যন্ত অর্থাৎ ১/২/৩/৪ জনার নাম অমরাবতির গড়ের কুলচিতে লিখিত ছিল।
** ৫/৬/৭ ইঁহাদের নাম অমরাবতির কুলচি কীটদংশন প্রযুক্ত স্পষ্ট পড়া যায় নাই। ইঁহারা সকলেই রায়, কুমার উপাধিধারী, কেহ কেহ সিংহ উপাধিধারী আছেন।